
শেরপুর প্রতিনিধি : মোঃ আলমগীর হোসেন
শেরপুরে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সোমবার সকাল ১২টায় নিউ মার্কেট বিএনপির প্রধান কার্যালয়ে, ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক দল র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রসিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল হক রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। এসময় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, আক্রামুজ্জামান রাহাত সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।