
শেরপুর প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষায় এসএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল মূল্যায়ন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করছে শেরপুর জেলার এইচএসসি পরীক্ষার্থীরা।
রবিবার দুপুরে নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন পালন করেন এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা।বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখিয়ে দেশের সার্বিক পরিস্থিতিতে সূচি পেছানো এইচএসসি পরীক্ষায় বসার পরিবর্তে বিকল্প উপায়ে অটো পাশ কিংবা এসএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল মূল্যায়ন করার দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।এ সময় দাবির পক্ষে শ্লোগান দেওয়াসহ দাবির বিষয়ে লিখা ব্যানার প্লাকার্ড বহনও করেছে তারা। এতে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।